Movie review: It Follows

Posted by Unknown on Saturday, June 27, 2015 with No comments
আচ্ছা মনে করুন আপনাকে কেউ অনুসরন করছে, সে যে কেউ হতে পারে, হতে পারে আপনার প্রিয় বন্ধু, কিংবা আপনার মা, অথবা এমন কেউ যাকে আপনি আগে কখনো দেখেননি।।মজার বা ভয়ের বিষয় হচ্ছে আপনি যাকে দেখছেন তাকে শুধু আপনিই দেখছেন আপনার সঙ্গের কেউ সেই জিনিসটাকে দেখছেনা...এ জিনিসটা শুধু আপনাকে অনুসরণই করবেনা এটা আপনার সামনে আসলেই আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে...
এমনই এক গল্প নিয়ে ডেভিড রবার্ট মিচেল রচিত আর পরিচালিত সুপার ন্যাচারাল হরর মুভি It Follows মুক্তি পায় কিছু দিন আগে। মুক্তি পাওয়ার আগেই মুভিটি বিভিন্ন মুভি ফেস্টিভেলে প্রদর্শিত হয় আর সমালোচক তথা দর্শকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা অর্জন করে। It Follows -এ অভিনয় করেছেন মাইকা মনরো, ড্যানিয়েল যোবাট্টো, কিয়ার গিলক্রিশট প্রমুখ।
মুভিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর আঙ্কনভেশনাল কাহিনী আর চমকে ভরপুর চিত্রনাট্য।পাত্র-পাত্রীরাও ভাল কাজ করেছেন মুভিতে...ক্যামেরার কাজ দারুন...হরর মুভিতে সাসপেন্স ইলিমেন্ট থাকতে হয় যা এ মুভিতে যথেষ্ট পরিমাণে আছে।সিজিআই এফেক্ট তেমন একটা নেই তবে এতে মুভি দেখায় কোন ব্যাঘাত ঘটে না...
দুর্বলতা বলতে এ ছবির স্লো-পেস কে বলব ...এছাড়া হরর মুভিতে রক্তা-রক্তি কান্ড থাকবেই।।কিন্তু এ ছবিতে সেটার পরিমান খুবি কম...রক্তা-রক্তি আছে আর তা মুভি যতটুকু ডিমান্ড করে ততটুকু...
আমি ৬.৫ দিচ্ছি ১০-এ।।ভাল থাকুন আর ভাল মুভি দেখুন।।
Download : Click here