Movie review Incendies (2010)
Posted by Unknown on Saturday, June 27, 2015 with No comments
Incendies (2010)_ সত্যের সন্ধানে।
General Info:-
Genre: Drama, Mystery and war
Country: France
Prizes won: 40
Imdb rating: 8.2
আমরা তথাকথিত হলিউডি মুভি দেখতে অভ্যস্ত। কিন্তু অন্য দেশের মুভিও যে অবাক করে দেবার ক্ষমতা রাখে তা বুঝতে এই মুভিটি দেখা যথেষ্ট। এক মা তার দুই জমজ সন্তানকে উইল করে যান একটি চিঠি দেওয়ার জন্য। এই চিঠি হল তাদের ভাইয়ের জন্য যার কথা আগে তারা জানত না। চিঠি দেওয়ার জন্য জমজ বোন জিয়ানকে যুদ্ধ বিধ্বস্ত উত্তাল মিডল ইস্টে জেতে হয়। সেখানে গিয়ে সে একের পর এক কুৎসিত সত্য আবিস্কার করে। এত দিনের চেনা পৃথিবীটা যেন উল্টো হয়ে যায় তার।
কেন, কিভাবে? বলে মজা নস্ট করতে চাই না। মুভিটি দেখুন।
মুভিটি কেন দেখবেন.........???
>>>ভালবাসা, ঘৃণা ও যুদ্ধ কিভাবে সমান্তরালে বয়ে চলে...
>>>সত্য কত নির্মম হতে পারে
>>>কত নিখুঁত ভাবে একটি mystery গল্পের উপস্থাপনা হতে পারে
>>>অসাধারন একটি মুভি মিস করতে না চাইলে।
>>>এবং 'কিছু সত্য থাকনা গোপন'- এই ফিলিংস পেতে চাইলে
ডাউনলোড
General Info:-
Genre: Drama, Mystery and war
Country: FrancePrizes won: 40
Imdb rating: 8.2
আমরা তথাকথিত হলিউডি মুভি দেখতে অভ্যস্ত। কিন্তু অন্য দেশের মুভিও যে অবাক করে দেবার ক্ষমতা রাখে তা বুঝতে এই মুভিটি দেখা যথেষ্ট। এক মা তার দুই জমজ সন্তানকে উইল করে যান একটি চিঠি দেওয়ার জন্য। এই চিঠি হল তাদের ভাইয়ের জন্য যার কথা আগে তারা জানত না। চিঠি দেওয়ার জন্য জমজ বোন জিয়ানকে যুদ্ধ বিধ্বস্ত উত্তাল মিডল ইস্টে জেতে হয়। সেখানে গিয়ে সে একের পর এক কুৎসিত সত্য আবিস্কার করে। এত দিনের চেনা পৃথিবীটা যেন উল্টো হয়ে যায় তার।
কেন, কিভাবে? বলে মজা নস্ট করতে চাই না। মুভিটি দেখুন।
মুভিটি কেন দেখবেন.........???
>>>ভালবাসা, ঘৃণা ও যুদ্ধ কিভাবে সমান্তরালে বয়ে চলে...
>>>সত্য কত নির্মম হতে পারে
>>>কত নিখুঁত ভাবে একটি mystery গল্পের উপস্থাপনা হতে পারে
>>>অসাধারন একটি মুভি মিস করতে না চাইলে।
>>>এবং 'কিছু সত্য থাকনা গোপন'- এই ফিলিংস পেতে চাইলে
ডাউনলোড
0 comments:
Post a Comment