Bangla Natok - ক্যারিয়ার
Posted by Unknown on Saturday, June 27, 2015 with No comments
ফ্যামিলির অমতে বিয়ে করে ফেলেছেন অপূর্ব আর মম, কিন্তু দুজনই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন, তাই ঠিক করলেন এক সাথে থাকলেও চাকরি ক্ষেত্রে তাদের বৈবাহিক পরিচয় গোপন রাখবেন। কিন্তু কে জানত যে একি অফিসে চাকরি হয়ে যাবে দুজনের? এমনই একটা গল্প নিয়ে দ্বিধা দ্বন্দ্বের একটা রোম্যান্টিক ড্রামা "ক্যারিয়ার"। পরিচালনায় চয়নিকা চৌধুরী। পার্শ্ব চরিত্রে আছেন অভিনেতা শামস সুমন।
আমি নিজে চয়নিকা চৌধুরীর খুব একটা ফ্যান না, কারণ সব নাটকই আমার একি রকম মনে হয়। তবে মমর ভক্ত হওয়ায় দেখে ফেলেছিলাম নাটকটা, তাছাড়া ছুঁয়ে দিলে মনের পরে তার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে। বসের ভূমিকায় শামস সুমন আর নতুন মুখ মুনিয়ার অভিনয় মন্দ না।
দেখুন এখানে
0 comments:
Post a Comment