‘পদ্ম পাতার জল’এর ফাস্ট লুক (ভিডিও)

Posted by Unknown on Saturday, June 27, 2015 with No comments


শুক্রবার সন্ধায় অনলাইনে ছাড়া হয়েছে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ ছবির অফিশিয়াল ফাস্ট লুক। গতানুগতিক নাচ, গান কিংবা বিভিন্ন দৃশ্যে ভরপুর করে রাখা হয় নি এতে। শুধু লং শটে পাহাড়ের মধ্য দিয়ে ইমন ও মীমকে দৌড়ে যেতে দেখা যায়। আবহ সঙ্গীতের সাথে বাজতে থাকে তাদের দুজনের কণ্ঠে আবৃত্তি করা কবিতা।
ট্রাইপড স্টুডিওর ব্যানারে এতে আরও অভিনয়ও করেছেন অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, রোমানা স্বর্ণা প্রমুখ।
ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন লতিফুল ইসলাম শিবলী। এ ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।